স্টাফ রিপোর্টার : ‘সত্য, সাহস, সুন্দর’ এই স্লোগানে রাজশাহীতে বর্ণিল আয়োজনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাজশাহী নগরীর একটি অভিজাত রেঁস্তোরার সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভাসহ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য নানা আয়োজন উদযাপন করা হয়। এসময় কালবেলাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানস্থলে কালবেলাকে শুভেচ্ছা জানাতে এসে কেক কাটেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক...
Developed by BDITHOST