
বিনোদন ডেস্ক : বলিউডের ছবিতে নাম লেখালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হচ্ছে তার বলিউড যাত্রা। ‘ফর্জ’ নামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন তনুজ ভিরওয়ানি। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন এই বাঙালিকন্যা। তখন অবশ্য জানিয়েছিলেন, নিশ্চিত হয়ে তবেই জানাবেন। অবশেষে এলো সেসময়। হিন্দি ছবিতে কাজ করার বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এ অভিনেত্রী। মধুমিতা বলেন, ‘ছবিটা আমার কাছে চ্যালেঞ্জিং হবে বলেই মনে হয়েছে। পরিচালক প্রীতমের (প্রীতম মুখোপাধ্যায়) এই ছবিটি হিন্দি হলেও এটার ভাষা বিহারের বা ভোজপুরী টাইপের। তাই ভাষার জন্যই আপাতত নিজেকে তৈরি করছি। কারণ, আমি তো আদপে বাঙালি। ওই ভাষাটা ঠিকভাবে বলতে হবে। তাই একটু টেনশনে রয়েছি বলতে পারেন।’ এ অভিনেত্রী আরও বলেন, “সামনে একটা বাংলা ছবির...
Developed by BDITHOST