নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১:৪৯। ২৫ আগস্ট, ২০২৫।

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

আগস্ট ২৪, ২০২৫ ৭:৫৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের পরিচিত মুখ দিব্যা দত্ত। এবার যোগ দিচ্ছেন দক্ষিণী ছবিতে। হিন্দি চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করলেও তাকে মুখ্য চরিত্রে দেখা গেছে খুবই কম। তাই এবার নতুন চ্যালেঞ্জ নিতে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ডেবিউ করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওটিটি শো ‘মায়াসভা’- যেখানে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তেলুগু ভাষায় তৈরি হওয়া এই সিরিজ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে। সোনি লিভ ওটিটি প্লাটফর্মে গত ৭ আগস্ট মুক্তি পেয়েছিল এই সিরিজ। সিরিজে দিব্যার অনবদ্য অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমালোচকরা।

আরও পড়ুনঃ  রিমান্ডের পর অসুস্থ, আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আরও আঞ্চলিক ছবিতে অভিনয় করতে চাই। আশা করি আমার হাতে এমন আরও কাজ আসবে যেখানে কাজ করে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারব। ইতোমধ্যেই সকলের থেকে যে প্রশংসা পেয়েছি তাতে আমি ভীষণভাবে আপ্লুত।’

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৪৭ বছর বয়সী দিব্যা স্বীকার করেন, তিনি প্রথমে ভীষণভাবে ভয় পেয়েছিলেন কারণ এই প্রথম তিনি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করলেন। তবে যেহেতু দিব্যার চরিত্রটি সবসময় ইংরেজিতে কথা বলে তাই সেইভাবে সমস্যার সম্মুখীন হতে হয়নি অভিনেত্রীকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।