নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১২:২১। ২৪ মে, ২০২৫।

বলিউড ছাড়ছেন আথিয়া শেঠি

মে ২৩, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ক্রিকেটার কে এল রাহুলকে বিয়ের পর থেকেই বলিউড থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন আথিয়া শেঠি। ২০২৩ সালে বিয়ে এবং ২০২৫ সালে মা হওয়ার পর এবার পুরোপুরি অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তিনি। আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সুনীল শেঠি জানিয়েছেন, ‘মোতিচুর চাকনাচুর’ ছবির পর আথিয়া নিজেই তাকে এসে বলিউডের প্রতি অনাগ্রহের কথা জানান। মেয়ের এই সিদ্ধান্তে তার কোনো আক্ষেপ নেই, বরং তিনি গর্বিত।

আরও পড়ুনঃ  বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

সুনীল বলেন, ‘আমার মেয়ে জীবনের শ্রেষ্ঠ চরিত্রটি পেয়েছে। ও জীবন নামক সিনেমায় শ্রেষ্ঠ চরিত্রটা করছে— মায়ের চরিত্র। আর ছবি করতে চায় না। এক সময় অনেক পরিশ্রম করেছিল । তবে আর এ সব সহ্য হচ্ছে না। একদিন এসে আমাকে বলল নিজের মনের কথা।‘

আরও পড়ুনঃ  ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা

চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর থেকেই আথিয়া জনসম্মুখে আসতে চাইতেন না। পাপারাজ্জিদের দেখলেই তিনি দূরে সরে যেতেন। এমনকি বাড়ির সামনে পাপারাজ্জিদের অপেক্ষায় থাকলেও মেজাজ হারাতেন সুনীল-কন্যা। বোঝাই যাচ্ছে, এখন তিনি তার ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

আরও পড়ুনঃ  ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি

আথিয়া শেঠির অভিনয় জীবন বেশ সংক্ষিপ্ত। ২০১৫ সালে সালমান খানের হাত ধরে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘মুবারাকান’ এবং ২০১৯ সালে ‘মোতিচুর চাকনাচুর’ ছবিতে অভিনয় করেন। কোনো ছবিই বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও ‘মোতিচুর চাকনাচুর’-এ তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।