স্বাধীনবাংলা, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ৩৪তম স্প্যান বসানোর সাত দিনের মাথায় গতকাল শনিবার দুপুরে ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর বসানো হয়েছে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর পাঁচ কিলোমিটারের বেশি। আর মাত্র প্রায় এক কিলোমিটারে ছয়টি স্প্যান বসে গেলে পদ্মা সেতুর পুরো অবকাঠামো দৃশ্যমান হবে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গতকাল দুপুর ২টা ৪৩ মিনিটে ৩৫তম স্প্যানটি পিয়ারের ওপর সফলভাবে বসিয়েছেন প্রকৌশলী ও শ্রমিকরা। এর আগে গতকাল সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট পিয়ারের কাছে। এরপর স্প্যানটি ২টা ৪৩ মিনিটে পিয়ারের ওপর সফলভাবে বসানো হয়। আরোও পড়ুনঃ যুবকরাই পারে দেশকে গড়তে, যুব দিবসে- প্রধানমন্ত্রী *** ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু...
Developed by BDITHOST