
স্টাফ রিপোর্টার: দারিদ্র হ্রাস এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে রয়েছে সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচি। এ কার্যক্রম দরিদ্র মানুষের জন্য হলেও যথেষ্ট তথ্য ও সচেতনতার অভাবে শহরের বস্তিবাসী এ সুরক্ষা বলয়ের সুবিধা থেকে বঞ্চিত হন। এ সমস্যার সমাধানে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মোবাইল আউটরিচ প্রকল্প।’ জার্মানী ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে রাজশাহী ও সিরাজগঞ্জে প্রকল্পটি বাস্তবায়ন করছে জিআইজেড এবং কারিতাস বাংলাদেশ। বস্তিবাসীকে সামাজিক সেবাগুলো দেওয়া এ প্রকল্পের লক্ষ্য। এ জন্য সোমবার রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী সিটি করপোরেশন এবং য্বু উন্নয়ন অধিদপ্তরসহ সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কারিতাস বাংলাদেশের মোবাইল আউটরিচ প্রকল্প। সভায় জানানো হয়, গত ১ এপ্রিল থেকে প্রকল্পের...
Developed by BDITHOST