নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:৩৮। ২১ অক্টোবর, ২০২৫।

বাংলাদেশকে ২০৩ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

অক্টোবর ২০, ২০২৫ ১১:১৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন মারুফা আক্তার। তবে চামারি আতাপাত্তুর কাউন্টার অ্যাটাকে ঘুরে দাড়াঁয় লঙ্কানরা। তাকে ফিফটির আগে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে হাসিনি পেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের পথেই হাঁটছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৮ রানের মধ্যে শেষ ৬ উইকেট তুলে লঙ্কানদের নাগালেই রেখেছেন স্বর্ণা আক্তাররা।

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার।

নতুন বলে বরাবরই ভয়ঙ্কর মারুফা। চলতি বিশ্বকাপে সেটার প্রমাণ দিয়েছেন তিনি। আজও ইনিংসের প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই পেসার। তার গতি আর সুইয়ে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভিষমি গুনারত্নে।

শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন আতাপাত্তু ও পেরেরা। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭২ রান। ৪৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন লঙ্কান অধিনায়ক।

সেই ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন পেরেরা। তবে এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটার ৮৫ রান করলেও আরেক প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। পেরেরা আউট হওয়ার পর ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। তাতে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় দল।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।