অনলাইন ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। বুধবার (১৪ জানুয়ারি) প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করে ফক্স নিউজ। পরে সংবাদমাধ্যমটি জানায়, নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা প্রদানের বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে। এ সময় এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রদানের প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করছে। এই কারণে আপাতত ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত রাখা হবে। বিশেষ করে...
Developed by BDITHOST