নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৪:৫১। ২৯ জুলাই, ২০২৫।

শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২৯, ২০২৫ ৬:৪৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশি পাসপোর্টের বৈশ্বিক অবস্থান আরও তিন ধাপ উন্নত হয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত ২০২৫ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৪তম অবস্থানে উঠে এসেছে, যেখানে ২০২৪ সালে অবস্থান ছিল ৯৭তম। এটি টানা চতুর্থ বছর পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হলো।

২০২১ সালে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৮তম, যা ছিল সর্বনিম্ন অবস্থান। এরপর থেকে ধারাবাহিকভাবে উন্নতি ঘটছে—২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং সর্বশেষ ২০২৫ সালে উঠে এসেছে ৯৪তম স্থানে।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারেন। এসব দেশের মধ্যে রয়েছে বাহামাস, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ফিজি, গ্রেনাডা, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, রুয়ান্ডা, জামাইকা, ডমিনিকা, সিশেলস, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং আরও অনেক দেশ।

আরও পড়ুনঃ  জোয়ারের আঘাতে লন্ডভন্ড সেন্ট মার্টিন, ১১ হোটেল-রিসোর্ট ক্ষতিগ্রস্ত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট

২০২৫ সালের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্থান দখল করে রেখেছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে যেতে পারেন ভিসা ছাড়াই।

তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের সাতটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন—যাদের নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পান। চতুর্থ স্থানে আছে আরও সাতটি ইউরোপীয় দেশ এবং পঞ্চম স্থানে নিউ জিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড।

আরও পড়ুনঃ  বাঘায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

অন্যদিকে তালিকার একেবারে নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির নাগরিকদের ভিসা ছাড়া প্রবেশাধিকার রয়েছে মাত্র ২৫টি দেশে—শীর্ষ ও সর্বনিম্ন দেশের মধ্যে রয়েছে ১৬৮ গন্তব্যের ব্যবধান।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পতন

এক সময়ের শীর্ষস্থানীয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে আরও এক ধাপ করে নিচে নেমে এসেছে। যুক্তরাজ্য এখন ৬ষ্ঠ এবং যুক্তরাষ্ট্র ১০ম স্থানে রয়েছে। মার্কিন নাগরিকরা বর্তমানে ১৮২টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন, যা তালিকা থেকে তাদের শীর্ষ ১০ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

ভারতের বড় সাফল্য

গত ছয় মাসে সবচেয়ে বড় অগ্রগতি করেছে ভারত, ৮ ধাপ এগিয়ে ৮৫তম স্থান থেকে এখন রয়েছে ৭৭তম স্থানে। যদিও এই সময়ের মধ্যে ভারত মাত্র দুটি নতুন দেশে ভিসামুক্ত সুবিধা পেয়েছে। অন্যদিকে, সৌদি আরব ৪টি নতুন দেশে প্রবেশাধিকার অর্জন করে র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে এখন ৫৪তম অবস্থানে।

আরও পড়ুনঃ  তানোরে শিক্ষা প্রতিষ্ঠানে নেই বিজ্ঞানাগার ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

গত এক দশকে মাত্র ১৬টি দেশের পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে পতন ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পিছিয়েছে ভেনেজুয়েলা—৩০তম স্থান থেকে নেমে এসেছে ৪৫তম স্থানে। এরপর আছে যুক্তরাষ্ট্র (৮ ধাপ পতন), ভানুয়াতু (৬ ধাপ), যুক্তরাজ্য (৫ ধাপ), এবং কানাডা (৪ ধাপ)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।