অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে হাফসেঞ্চুুরির রেকর্ড গড়লেন সোবহানা মোস্তারি। একই ম্যাচে রুবাইয়া হায়দারের করা ৪৪ রান প্রথমে সেই রেকর্ড গড়ে। তা সত্ত্বেও নিজেদের স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তোলে বাংলাদেশ। অবশ্য এটিও ছিল মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এটিও অবশ্য যথেষ্ট হয়নি। কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করেছে অজিরা। অধিনায়ক অ্যালিসা হিলির রেকর্ড সেঞ্চুরির সুবাদে ১০ উইকেট এবং ১৫১ বল হাতে রেখে পাওয়া বড় জয় অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলে দিয়েছে। চলমান আসরে প্রথম দল হিসেবে সেমিতে পা দিলো সর্বোচ্চ সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হিলি ১১৩ এবং আরেক ওপেনার ফোবে লিচফিল্ড ৮৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বড় জয়ের পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ ও হিলির অস্ট্রেলিয়া। ১৯৮...
Developed by BDITHOST