নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:১০। ৫ নভেম্বর, ২০২৫।

বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে আকবর

নভেম্বর ৪, ২০২৫ ৯:১৪
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররাও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছে। জাতীয় দলের সিরিজ শেষ হলেও এনসিএলে চলছে চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট। দিন দুয়েক পর আকবর আলীর নেতৃত্বে হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ।

চলতি মাসেই ইমার্জিং ক্রিকেটারদের নিয়ে হবে এশিয়া কাপ। যেখানে ডাক পেয়েছেন জাওয়াদ আবরার। এ ছাড়া চমক হিসেবে রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম। ডাক পেয়েছেন মেহেরব হোসেন অহীনও। নেতৃত্ব দেবেন আকবর আলী।

আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্ট ৮ দল নিয়ে হবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে ইমার্জিং এশিয়া কাপ। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার হয়েছে রাইজিং স্টার্স।

এশিয়া কাপ রাইজিংস্টার ২০২৫ এর জন্য বাংলাদেশ ‘এ’ দল-
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।