নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:৪৯। ২৪ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বাংলাদেশের কাছে সিরিজ হেরে যা বললেন পাকিস্তান অধিনায়ক

জুলাই ২৩, ২০২৫ ৮:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল ৮ রানে হেরেছে পাকিস্তান দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ আগেই হাতছাড়া হয়েছে পাকিস্তান দলের। দ্বিতীয় ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন ব্যাটিংয়ে আরো উন্নতি করতে চান তারা।

পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা নিজের হতাশা প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয়, পাওয়ারপ্লেতে আমরা যেভাবে বোলিং করেছি, সেখানে আরও ১০ রান কম দেওয়া যেত। ব্যাটিংয়েও শুরুটা আরও ভালো হওয়া উচিত ছিল।’

আরও পড়ুনঃ  রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

দলের দুই তরুণ বোলার সালমান মির্জা এবং আহমেদ দানিয়ালের প্রশংসা করে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘সালমান দারুণ বোলিং করেছে, আর দানিয়াল ছিল অসাধারণ। ওরা আমাদের ভবিষ্যৎ।’

আরও পড়ুনঃ  পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার

১৫ রানে ৫ উইকেট হারানোর পর ফাহিম আশরাফের অর্ধশতকে দলকে প্রায় জয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রশংসা করেছেন সালমান, ‘১৫ রানে ৫ উইকেট হারানোর পরও আমরা ম্যাচটা একেবারে শেষ মুহূর্তে নিয়ে গেছি। ফাহিম যেভাবে ব্যাট করেছে, তাকে কুর্নিশ জানাই।’

ফাহিমকে নিয়ে সালমান আরও বলেন, ‘এটাই আমাদের দল, আমরা কখনো হাল ছেড়ে দেই না। সব সময় বিশ্বাস করি আমরা জিততে পারি। আজকের ম্যাচটা ছিল একদম থ্রিলার।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।