নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৫৯। ২ অক্টোবর, ২০২৫।

বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে ১২৯ রানে গুটিয়ে গেল পাকিস্তান

অক্টোবর ২, ২০২৫ ৯:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং নজরকাড়া ফিল্ডিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি। ফলে নিগার সুলতানা ও নাহিদা আক্তারদের দল মাত্র ১২৯ রানের ছোট লক্ষ্য পেয়েছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান মাত্র ৩৮ ওভারে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে ছয়জন বোলারই কমপক্ষে একটি করে উইকেট শিকার করেন।

পেসার মারুফা আক্তার ম্যাচের প্রথম ওভারেই পরপর দুটি চমৎকার ডেলিভারিতে ওমাইমা সোহেল এবং দুর্দান্ত ফর্মে থাকা সিদরা আমিনকে বোল্ড করে পাকিস্তানকে জোড়া ধাক্কা দেন এবং ম্যাচের সুর বেঁধে দেন। ২০২৫ সালে ওয়ানডেতে ৮৬.৩৩ ব্যাটিং গড় নিয়ে খেলা সিদরা আমিন প্রায় সাড়ে ছয় বছর পর শূন্য রানে আউট হন এবং প্রথমবার প্রথম বলেই বিদায় নেন।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই

তবে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার, যিনি ৩.৩ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ৫ রান খরচায় পাকিস্তানের শেষ তিনটি উইকেট তুলে নেন। পেসার মারুফা এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও নিয়ন্ত্রিত বোলিং করে দুটি করে উইকেট লাভ করেন।

আরও পড়ুনঃ  কিয়েভে এক রাতে ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রুশ বাহিনীর, নিহত ৪

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বিশ্বকাপে আসা পাকিস্তানের কোনো ব্যাটারই এই ম্যাচে ত্রিশ রানের কোটা পার করতে পারেননি। মুনিবা আলি ও রামিন শামিম দ্বিতীয় উইকেটে ৪২ রানের যে জুটি গড়েন, সেটিই ইনিংসের সর্বোচ্চ জুটি হিসেবে টিকে থাকে।

নাহিদা আক্তার মুনিবাকে (১৭) ফেরানোর মাধ্যমে এই জুটি ভাঙেন এবং এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। রামিন শামিম ২৩ রান করে ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। অন্যদিকে, বিশ্বকাপের আগে প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও, প্রায় সাড়ে পাঁচ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নিগার সুলতানার দল বোলিংয়ে দারুণ উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল।

আরও পড়ুনঃ  গাজায় যুদ্ধ বন্ধে সম্মত নেতানিয়াহু

পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, রামিন ২৩, ফাতিমা ২২; স্বর্ণা ৩.৩-৩-৫-৩, মারুফা ৭-০-৩১-২, নাহিদা ৮-১-১৯-২)।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।