
অনলাইন ডেস্ক : নভেম্বরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত ব্যস্ত সময়। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি হকিতেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান দল। বাংলাদেশ অ-২১ দল ভারতে বিশ্বকাপ খেলবে। বাংলাদেশের বিশ্বকাপ জার্সির উন্মোচন হয়েছে আজ। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপের আসর। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে 'এফ' গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বাংলাদেশ প্রথশবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় যুব হকি দলের জার্সি উ্ম্মোিচত হয়েছে । জার্সি উম্মোচন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় হকি ফেডারেশনের সাধারন সম্পাদক লে: কর্ণল (অব:) রিয়াজুল...
Developed by BDITHOST