
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আগামী নির্বাচন বা রাজনৈতিক-অরাজনৈতিক কোন আভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগ গলানো (হস্তক্ষেপ) পুরোপুরি বেমানান বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির নেতারা। তারা বলেছেন, যে রাষ্ট্রটি বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা হোক; সেটিই চায়নি, সেই রাষ্ট্রের স্বার্থান্বেষী কোন হস্তক্ষেপ এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনোই বরদাস্ত করবে না। গতকাল মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের দালালদের প্রতিহত করার ঘোষণা দিয়ে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল ৫টায় শহরের সাহেব বাজার জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি আবারও ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ...
Developed by BDITHOST