
অনলাইন ডেস্ক : বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্পের ধাক্কায় শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের মাটি। কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ, অর্থাৎ রাজ্যের সর্বত্র। আজ শুক্রবার স্থানীয় সময় ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা ও জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। তবে ভারতের ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার কাছে। ঢাকা শহর থেকে এপিসেন্টারের দূরত্ব ১৩ কিলোমিটার এবং নরসিংদি থেকে ৭ কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় ভূমিকম্প টের পাওয়া গেছে। অনুভূত হয়েছে মৃদু কম্পন।...
Developed by BDITHOST