অনলাইন ডেস্ক : সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে ফুটবল বিশ্ব মুগ্ধ। বাংলাদেশের ফুটবলের হ্যাঁমিলিয়নের বাশিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। তিনি বাংলাদেশ দলের জন্য ফুটবলপ্রেমীদের কাছে মেসিতুল্য। হামজা চৌধুরি বাংলাদেশ দলে আসার পর দলীয় শক্তি বেড়েছে অনেক। হামজা বাংলাদেশ দলে থাকা এক রকম, আবার না থাকা আরেক রকম। আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন হামজা। তখন এক সাংবাদিক হামজাকে মেসির সঙ্গে তুলনা করে প্রশ্ন করেন। এর প্রেক্ষিতে হামজা বলেন, 'আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই।' ফুটবল দলীয় খেলা। একজনের পক্ষে ফলাফল পরিবর্তন করা বেশ কঠিন। তিনি সেটা স্মরণ করিয়ে বলেন, 'দিন...