অনলাইন ডেস্ক : পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এসিসির এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দেননি এসিসি সভাপতি মহসিন নাকভি। এ কারণে এসিসির এজিএম বয়কটের হুমকি দিয়েছে বিসিসিআই।
চলতি বছরের এশিয়া কাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সেপ্টেম্বরে হতে পারে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এসিসির বার্ষিক সভায়।
ঢাকায় এসিসির বার্ষিক সভা হলে সেখানে পাকিস্তান সুবিধা পাবে বলে ধারণা ভারতের। সে কারণেই তারা ঢাকা থেকে এই সভা সরিয়ে নিতে চায়। এমনকি ঢাকায় সভা করার বিপক্ষে অবস্থান নিতে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ডকেও রাজি করিয়েছে ভারত। তবে এসব বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বিসিসিআইয়ের একটি সূত্র দেশটির গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘ঢাকায় সভা হলে এশিয়া কাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত আসা সম্ভব নয়। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগের চেষ্টা করছেন। আমরা সভার স্থান পরিবর্তনের অনুরোধ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ঢাকা সভা হলে বিসিসিআই সব প্রস্তাব বর্জন করবে।’
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব দলকেই সেখানে মত দিতে হবে। অর্থাৎ এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত-শ্রীলঙ্কার মতো দেশের প্রতিনিধি থাকতেই হবে। তাই এসব দেশ এই এজিএম বয়কট করলে সভার ভবিষ্যত ও কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।