নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৩:১১। ২০ মে, ২০২৫।

বাংলাদেশে ঝড় তুলে আইপিএলে ডাক পেলেন ৬ ফুট ৮ ইঞ্চির পেসার

মে ১৯, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কদিন আগে বাংলাদেশের মাটিতে গতি আর বাউন্সের ঝড় তুলেছিলেন ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে হয়েছিলেন ম্যাচসেরা। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জিম্বাবুয়ের এই পেসারকে এবার দলে ভেড়াল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির জায়গায় ২৮ বছর বয়সী মুজারাবানিকে দলে নিয়েছে আরসিবি। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে প্রোটিয়া শিবিরে যোগ দিচ্ছেন এনগিদি। যে কারণে তাকে আর পাচ্ছে না কোহলিরা।

আরও পড়ুনঃ  ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, ফের উঠবে হাসির ঝড়

আইপিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ৭৫ লাখ রুপিতে বাকি ম্যাচগুলোর জন্য দলে ভিড়িয়েছে আরসিবি।

জিম্বাবুয়ের হয়ে ৭০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৭৮টি উইকেট শিকার করেছেন মুজারাবনি। এ ছাড়া তিনি ১২টি টেস্ট এবং ৫৫টি ওয়ানডে ম্যাচেও জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছেন। পিএসএল, আমিরাত লিগে খেলার অভিজ্ঞতা থাকা এই পেসার ২০২২ সালে লখনৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে ছিলেন। প্রথমবার আইপিএলে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ২৬ মে থেকে বদলিটি কার্যকর হবে।

আরও পড়ুনঃ  কানাডায় দাবানলে দু’জনের মৃত্যু, ১,০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

প্রসঙ্গত, চলমান আইপিএলের প্লে-অফের আগমুহূর্তে এসে বিদেশি ক্রিকেটার সংকটে পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারত-পাকিস্তান সংঘাতে বেশ কিছুদিন টুর্নামেন্টটি স্থগিত থাকার পর নতুন করে ভারতে আসতে আপত্তি জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আসন্ন এই শিরোপার লড়াইয়ের আগে দুই দেশের ক্রিকেট বোর্ডই তাদের ক্রিকেটারদের জড়ো করছে। যে কারণে বিপাকে পড়ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় আখ ক্ষেতে অর্ধগলিত ব্যাক্তির লাশ

এদিকে, আইপিএলে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করা তিন দলের একটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের শিরোপার দাবিদার হিসেবে ধরা হচ্ছে হেভিওয়েট এই ফ্র্যাঞ্চাইজিটিকে। কোহলিদের কোচ হিসেবে আছেন জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তী ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। ধারণা করা হচ্ছে, তার হাত ধরেই মুজারাবানি এসেছেন বেঙ্গালুরুতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।