অনলাইন ডেস্ক : বাংলাদেশে সরবরাহের জন্য দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ১ লাখ টন চাল কেনার উদ্দেশ্যে একটি টেন্ডার আহ্বান করেছে পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)। সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসার পর পাকিস্তানের দৈনিক ডন এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে। ২০ নভেম্বর জারি করা এই দরপত্রে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর সকাল সাড়ে ১১টার মধ্যে দরপত্র জমা দিতে হবে। দীর্ঘ সময় ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়ার ধারায় রয়েছে। এ প্রেক্ষাপটে উভয় দেশের মধ্যে বাণিজ্য বাড়ার সূচনাও দেখা যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উভয় দেশ প্রথমবারের মতো সরকার-সরকার পর্যায়ের বাণিজ্যে যুক্ত হয়ে ৫০ হাজার টন চাল আমদানি-রপ্তানির মাধ্যমে নতুন অধ্যায় শুরু করে। টেন্ডার অনুযায়ী, কোম্পানি, পার্টনারশিপ...
Developed by BDITHOST