অনলাইন ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং (আইসিএএমবিই-২০২৫)’ শীর্ষক কৃষি প্রযুক্তি মেলা। কৃষির উন্নয়নে কৃষি প্রকৌশলীদের গুরুত্ব তুলে ধরতে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে আয়োজন করা হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ওই মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এ সময় দেশের প্রথম সারির কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী ও বিতরণকারী প্রতিষ্ঠানের মধ্যে এসি আই মোটরস লিমিটেড, দি মেটাল এগ্রিটেক লিমিটেড, এসকেউ এগ্রিকালচারাল লিমিটেড, বাংলা মার্ক, উত্তরণ ইঞ্জিনিয়ারিং তাদের অত্যাধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করে। এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) তাদের সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তিগুলোও প্রদর্শন...
Developed by BDITHOST