নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:০৫। ৩১ জুলাই, ২০২৫।

বাংলাদেশ-পাকিস্তানসহ কপাল পুড়তে পারে যেসব দেশের

জুলাই ৩০, ২০২৫ ৩:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস দিয়ে ইভেন্টটির প্রত্যাবর্তন হতে যাচ্ছে। যদিও সেখানে প্রতিযোগী ৬ দল কীভাবে বাছাই করা হবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তবে আলোচনা উঠেছে বিভিন্ন মহাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে প্রতিযোগী দলগুলো। এমনটা ঘটলে কপাল পুড়তে পারে বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, অলিম্পিক কমিটির পছন্দ অনুসারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আঞ্চলিক বাছাই পদ্ধতি গ্রহণ করেছে। ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ছেলেদের ক্রিকেটে নিশ্চিতভাবেই অংশগ্রহণ করবে গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড)। একই সিদ্ধান্তে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। কারণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া সরাসরি জায়গা পাবে।

আরও পড়ুনঃ  বাগমারায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহাদ আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত

অলিম্পিক কমিটির লক্ষ্য– আঞ্চলিক বাছাইকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে যেন ক্রিকেট ইভেন্টটি সত্যিকার অর্থেই বৈশ্বিক প্রতিনিধিত্ব পায়। অলিম্পিকে যেহেতু স্রেফ ৬ দলের (নারী-পুরুষ আলাদা) টি-টোয়েন্টি প্রতিযোগিতা রাখা হয়েছে, তাই বাছাই প্রক্রিয়াটি নিয়ে শুরু থেকেই জটিলতা ছিল। যেখানে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি জায়গা পেতে পারে। অথচ ১২৮ বছর পর অলিম্পিকে ফেরার সুযোগ হারাতে পারে আইসিসির বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ।

চলতি মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অলিম্পিকের জন্য আঞ্চলিক বাছাই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী– এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকার সর্বোচ্চ র‍্যাঙ্কপ্রাপ্ত দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রতিনিধিত্ব করবে আমেরিকান অঞ্চলকে। ফলে প্রতিযোগিতায় অংশ নিতে চাওয়া ক্যারিবীয় দ্বীপগুলোর জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। আইসিসির র‍্যাঙ্কিং অনুসারে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড) সরাসরি জায়গা পাবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র (র‌্যাঙ্কিংয়ে ১৭তম)। আরেকটি দলের বাছাই প্রক্রিয়া এখনও নির্ধারিত হয়নি।

আরও পড়ুনঃ  শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

গার্ডিয়ানের তথ্যমতে– যদি আইসিসির ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের দায়িত্বরতা পদত্যাগ না করেন ও কর্তৃত্বের সমস্যা সমাধান না হয়, তাহলে কোনো ক্যারিবীয় দেশ যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারে। মহাদেশীয় বাছাইয়ের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। যা নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড অসন্তুষ্ট হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ, তবে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ওশেনিয়া থেকে বাছাইয়ে উত্তীর্ণ হলে তারা বাদ পড়বে। ভারতের অবস্থান শীর্ষে, এশিয়ান বাকি দলের মধ্যে সাতে শ্রীলঙ্কা, পাকিস্তান আট, আফগানিস্তান নয় ও বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক ও ইসলামী স্থাপত্যশৈলীর নিদর্শন হিন্দা-কসবা শাহী জামে মসজিদ

এদিকে, অলিম্পিকে ক্রিকেটীয় দেশগুলোর বাছাই নিয়ে জানতে গার্ডিয়ান যোগাযোগ করেছিল আইসিসির সঙ্গে। তবে বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এ ছাড়া নারীদের অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের বাছাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বারা নির্ধারিত হবে। অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ ১৯০০ সালে অন্তর্ভুক্ত ছিল, যেখানে গ্রেট ব্রিটেন পুরুষদের একমাত্র ম্যাচে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।