নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:১২। ১৪ মে, ২০২৫।

বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে- খাদ্যমন্ত্রী ***

অক্টোবর ১২, ২০২০ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পারিক বোঝাপড়া ভালো হলে দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়।

আরও পড়ুনঃ  মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সোমবার তার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোবাইস্বামীর এক সৌজন্য সাক্ষাৎকালে সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন। এ সময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। বিক্রম দোবাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে বলেই এই কোভিড-১৯ মহামারীর সময় আমরা এক সঙ্গে কাজ করেছি। দু’দেশের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক আছে বলেই এটা সম্ভব হয়েছে। এ সময় খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন। বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।