নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১১:০৬। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

বাংলাদেশ ভ্রমণে কানাডার ‘উচ্চ সতর্কতা’

সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১০:২৩
Link Copied!

অনলাইন ডেস্ক : কানাডা সরকার বাংলাদেশের ভ্রমণ নিয়ে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ভ্রমণ বিজ্ঞপ্তিতে সাধারণ সতর্কতার জন্য ‘হলুদ সংকেত’ উল্লেখ করা হয়েছে। এর মানে, ভ্রমণে গেলে নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে হবে।

তবে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা আরও কঠোর করা হয়েছে। কানাডা সেখানে ‘লাল সংকেত’ জারি করেছে, যা মূলত সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার সমতুল্য।

আরও পড়ুনঃ  ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সতর্কতা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য ঝুঁকিসমূহকে বিবেচনা করে প্রদান করা হয়েছে।

কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল-অবরোধ, সম্ভাব্য বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় অবনতি ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। তাই ভ্রমণকালে কানাডার নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন

এছাড়া পার্বত্য তিন জেলায় ভ্রমণ এড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে ওই অঞ্চলে। তাই কানাডার নাগরিকদের এসব এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।