অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্খার কারণে এ বছর নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প নোবেল নিয়ে তার সর্বশেষ বক্তব্যেও বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিছু না করে নোবেল পুরস্কার পেয়েছেন। আর তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এ কারণে তার নোবেল পাওয়া উচিত। এদিকে আজ শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় ঘোষণা করা হবে নোবেল পুরস্কার। এটি দেবে সুইডেনভিত্তিক নোবেল কমিটি। শান্তি পুরস্কারকে নোবেলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। ২০০৬ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে নোবেল শান্তি পুরস্কার জেতেন প্রফেসর ড. ইউনূস। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফ। এরপর তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেলে ভূষিত হয়নি। অপরদিকে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে...
Developed by BDITHOST