নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৯:৩৫। ৭ আগস্ট, ২০২৫।

বাউবি’র রাজশাহী আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক কেন্দ্রের সকলের সাথে পরিচালক-এর মতবিনিময়

আগস্ট ৭, ২০২৫ ৭:০২
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসএস বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু তালেব ০৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী এবং উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের অফিস প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফুজ্জামান। এরপর মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ আবু তালেব-কে আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় প্রদান এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। সেই সাথে প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসাবে কাঠের উপর খোদাই করা চাবির রিং প্রস্তুত করে বাউবি’র কর্মকর্তা-কর্মচারী, সমন্বয়কারী, টিউটর ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণের নিকট বিতরণের জন্য পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানের হাতে ৫০টি করে চাবির রিং তুলে দেন। উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীদের হাতে বাউবি পরিক্রমা তুলে দেন। এরপর মতবিনিময় সভার সম্মানিত সভাপতি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক) স্বাগত বক্তব্যে আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন বিষয়াদি নিয়ে সংক্ষেপে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় করিয়ে দেন। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক উম্মে সালমা নাজিফা অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি তাঁর সংশ্লিষ্ট প্রোগ্রামের বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপেও আম্পায়ারিংয়ে দেখা যাবে বাংলাদেশের জেসিকে!

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আয়নুল হক (পাবনা), যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম কিবরিয়া (চাঁপাইনবাবগঞ্জ), উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ) ও উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার (নাটোর) পর্যায়ক্রমে তাঁদের চলমান কার্যক্রম ও বিভিন্ন দাপ্তরিক বিষয়াদি নিয়ে আলোচনা-পর্যালোচনামূলক বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  ইসরায়েল গাজা দখল করতে চাইলে বাধা দেবেন না ট্রাম্প

সর্বোপরি উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসএস বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু তালেব তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বাউবি’র মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা আনয়ন, প্রমোশনাল কার্যক্রম তদারকিকরণ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কাজের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, আঞ্চলিক কেন্দ্রসমূহের বর্তমান অবস্থা, ভৌত অবকাঠামো, পারিপার্শ্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির উদ্যোগ গ্রহণসহ নানাবিধ বিষয় নিয়ে আলোকপাত করেন।

আরও পড়ুনঃ  পাবনায় দিনেদুপুরে যুবককে অপহরণ, ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায়

মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে একটি “বাতাবি লেবু” ফলজ গাছ রোপন করেন এবং অনুষ্ঠানের সভাপতি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।