নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ২:৩১। ৫ জুলাই, ২০২৫।

বাউবি এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং বিবিএ প্রোগ্রামের প্রথম বই বিতরণ উৎসব

জুলাই ৪, ২০২৫ ৮:৪৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : ৪ জুলাই ২০২৫ শুক্রবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর এইচএসসি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়। নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী স্টাডি সেন্টারে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাউবি ওপেন স্কুলের ডিন প্রফেসর ড. মোসা: শিরিন সুলতানা, প্রফেসর ড. সাদিয়া আফরোজ সুলতানা (পদার্থবিদ্যা) এবং রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ। পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবির স্কুল অব বিজনেস পরিচালিত বিবিএ প্রোগ্রামের বই বিতরণ উৎসবে অংশগ্রহণ করেন। প্রফেসর ড. মোসা: শিরিন সুলতানা ও প্রফেসর ড. সাদিয়া আফরোজ সুলতানা আগমন পরবর্তী রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। আঞ্চলিক কেন্দ্রের আতিথিয়তায় মুগ্ধ হোন এবং আঞ্চলিক কেন্দ্রের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  স্ত্রীকে নিয়ে রিকশা চালিয়ে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী শুভেচ্ছা

রাজশাহীতে ২০০৭ সালে বিবিএ প্রোগ্রাম (চার বছর মেয়াদী, আটটি সেমিস্টার) চালু হলেও এই প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্যে পাঠসামগ্রী বিতরণের কোন প্রচলন ছিল না। চলতি সেমিস্টার থেকে পাঠসামগ্রী বিতরণের প্রক্রিয়া শুরু হয়। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং স্কুল অব বিজনেস-এর ডিন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের মাঝে প্রথম বারের মত পাঠসামগ্রী বিতরণ করা সম্ভব হয়েছে। প্রফেসর ড. মোসা: শিরিন সুলতানা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আপনাদের সৌভাগ্য যে আপনারা এই প্রথম বারের মত বিবিএ প্রোগ্রামের পাঠসামগ্রী পাচ্ছেন। ইতোপূর্বে বিবিএ প্রোগ্রামের পাঠসামগ্রী বিতরণের প্রচলন ছিল না। শুধুমাত্র রেফারেন্স বইয়ের মাধ্যমে ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হত। আর আপনারা দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টারের মত প্রতিষ্ঠানে অভিঙ্গ শিক্ষকমন্ডলীদের দ্বারা ক্লাস করতে পাচ্ছেন। এছাড়া আঞ্চলিক পরিচালক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ বলেন, সত্যিই আপনারা ভাগ্যবান আপনারা দু’জন ডিন মহোদয়কে এক সাথে পেয়েছেন। আর প্রোগ্রাম অফিসার হিসেবে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বিচক্ষণ ছাত্র সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট আলী আহাম্মদ, যিনি আপনাদের সাথে সব সময় থাকবেন। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রত্যেকেই উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য ও দিক নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  আইপিএলের সাবেক চেয়ারম্যানকে ১১ কোটি জরিমানা, গেলেন হাইকোর্টে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।