নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৯:৫৭। ১০ মে, ২০২৫।

বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের নিমিত্তে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ আঞ্চলিক কেন্দ্রে উপস্থিত হয়ে আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত)জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর সকাল ০৮:০০টায় পবা উপজেলা প্রাঙ্গনে অবস্থিত শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৯:০০টায় আঞ্চলিক কেন্দ্রে আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া, দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, দেশাত্ববোধক গান ও কবিতা পিএ সিস্টেম/সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।