
আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক জনাব মোহা: আবু বাককার ৩১ জুলাই ২০২৪ তারিখ সকাল ৯.৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের বর্তমান অবস্থা, ভৌত অবকাঠামো ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন এবং মাঠ পর্যায়ে বাউবি'র অ্যাকাডেমিক প্রোগ্রামসমূহে ভর্তি কার্যক্রম পরিচালনায় আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটর এবং উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আগত প্রোগ্রাম সমন্বয়কারী ও টিউটরগণ মাঠ পর্যায়ে প্রোগ্রাম পরিচালনায় বিভিন্ন ধরনের সমস্যাবলী তুলে ধরেন এবং সমস্যাবলী সমাধানে আঞ্চলিক পরিচালকের সহযোগিতা কামনা করেন। এছাড়া উপ-আঞ্চলিক কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ অফিসের বিভিন্ন সমস্যাসমূহ তুলে ধরেন। আঞ্চলিক পরিচালক সকলের কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং তাঁদেরকে সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন' আমাদের সম্পদ...
Developed by BDITHOST