
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী মহিলা কলেজ সংলগ্ন নাভারন-সাতক্ষীরা সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন একটি খাস জমি দখল করে পাঁচতলা ফাউন্ডেশনের মার্কেট নির্মান করছে স্থানীয় ভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম। জানা গেছে, বাগুড়ী মৌজার মেইন রোডের পাশে জেলা পরিষদের নিজস্ব ৪০ শতক জমি রয়েছে। যার খতিয়ান নং ১, দাগ নং ৩২ এবং এসএ নং ৩। এই জমি গুলো দীর্ঘদিন ধরে অল্প অল্প করে দখল হয়ে যাচ্ছে। দেশের পট পরিবর্তনের আগে আওয়ামীলীগ সরকারের আমলে পরিষদের কর্মকর্তাদের ম্যানেজ করে এই জমির প্রায় ৩৬ দশমিক ৫ শতাংশ দখল করে নেই আশপাশের ৫ জন জমির মালিক। নতুন করে বাকী সাড়ে তিন শতক জমি দখল করে রাতদিন রাজমিস্ত্রী খাটিয়ে বিল্ডিং তুলছেন স্থানীয় ভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম। মঙ্গলবার সরেজমিনে গেলে দেখা যায়, জেলা পরিষদের...
Developed by BDITHOST