নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ১১:৩৯। ২১ অক্টোবর, ২০২৫।

বাগমারায় অগ্নিদগ্ধ রমিওকে এমপি এনামুল হকের আর্থিক সহায়তা প্রদান

নভেম্বর ২৪, ২০২২ ৭:২৫
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ রমিওকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় সফির ছেলে রমিও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। সেই সাথে ওই আগুনে তার একটি গরু মারাত্মক ভাবে ঝলসে গেছে। রাতের ওই আগুনে রমিওর বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।

অগ্নিকান্ডের ওই ঘটনাটির বিষয়ে জানতে পেরে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে অগ্নিদগ্ধ রমিওর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে এমপি এনামুল হকের পক্ষ থেকে রমিওর হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এ সময় রমিওর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।