
ভবানীগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় খেলার সময় অটোভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম জোহান হোসেন(৫)। সে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে শিশুর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, আজ সকালে শিশু জোহান হোসেন বাড়ির পাশে খেলছিল। বেলা ১১ টার দিকে সে বাড়ির পাশে তেগাছি-মচমইল সড়কের পাশে যায়। এসময় সে সড়ক পারাপার হতে লাগলে মচমইলগামী একটি অটোভ্যান শিশু জোহানকে ধাক্কা দেয়। এতে শিশু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। অচেতন অবস্থায় লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলাকালীন সময়ে শিশুর মৃত্যু হয়। স্বজনেরা বলেন, জহুরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে। জোহানের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি...
Developed by BDITHOST