নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:৪২। ২ নভেম্বর, ২০২৫।

বাগমারায় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে জমির ফসল, বিপাকে কৃষকরা

নভেম্বর ১, ২০২৫ ৯:০৩
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় হঠাৎ করে নেমে আসা এক রাতের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর ফসলের মাঠ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শনিবার সকাল সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে যায়। এতে আগাম মৌসুমের আলু, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। পাশাপাশি পানবরজ ও পুকুরে চাষকৃত মাছও ভেসে গেছে।

কৃষকরা জানান, বছরের এই সময়টিতে এমন বৃষ্টি একেবারেই অস্বাভাবিক। অনেকেই আগাম ফসলের আশায় চাষাবাদ শুরু করেছিলেন— কিন্তু এক রাতের বৃষ্টিতেই সব শেষ।

এর পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, বাগমারার বিভিন্ন এলাকায় যেসব খাল ও ড্রেনেজ পথ দিয়ে পানি নিষ্কাশন হতো, সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ওইসব জায়গায় মাছ চাষ করায় বর্ষার পানি আটকে থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির পর পানি নামতে না পারায় ফসলের ক্ষতির পরিমাণ বেড়েছে।

মাধাইমুড়ি গ্রামের কৃষক শামসুদ্দিন মন্ডল বলেন, জমির ধান কেটে রাখা ছিল হঠাৎ রাতভর বৃষ্টি হওয়ার নষ্ট হয়ে গেছে ধান। আমার মতো অনেক কৃষক তাদের জমির ধান কেটে রেখেছে। মোহনপুর গ্রামের এমদাদুল হক, আনিসুর রহমান, মজিবুর রহমান, জানান তাদের পান বরজ পুকুর মাছ জমির কপি খেত নষ্ট হয়ে গেছে।

আরও কৃষক আব্দুর রহিম বলেন, আমার পাম বরজ ভেঙে গেছে। ঝড় আর বৃষ্টিতে একাকার অবস্থা পান বরজের। অনেক ক্ষতি হয়েছে পান বরজ পড়ে গিয়ে। কোয়ালি পাড়া গ্রামের এনামুল শাহাবুর তাদের পান বরজ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে।

বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, একরাতের বৃষ্টিতে শতশত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সারা বছর বৃষ্টি হলেও সেভাবে তেমন ক্ষতি হয়নি। তবে এক রাতের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাগমারায় অতিবৃষ্টির ফলে মাঠ ফসলের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ রোপা আমন ১০ হে.পান ৪০ হে.

সরিষা ৫০ হে.সবজি ১২০ হে.পেঁয়াজ (কন্দ) ৪০ হে.মরিচ ৫ হে.কৃষকদের মাঠের পানি অতিদ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা সহ সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে পরামর্শ নেওয়া সহ ধৈর্য্য ধারণ করার জন্য বলা হয়েছে । আশা করছি আগামী ২-১ দিনের মধ্যেই আবহাওয়া অনুকুলে আসলে মাঠ ফসলের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহবুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টির কারণে বাগমারায় মাঠের ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।