হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (২৯সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
সভায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সম্পর্কে আলোচনা, বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভা এলাকায় মাদক বিক্রি ও সেবনের স্পট, মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, ক্যাসিনো, বৈদ্যুতিক মটিার চুরি সম্পর্কে আলোচনা ও প্রতিকার, তাহেরপুর হরিতলা মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ, রাস্তার ওপরে যানবাহন রেখে যানজট সৃষ্টি, অনলাইন জুয়াসহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীন,প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য অফিসার আকতারুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম তোহান হোসেন রাশেদ, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আব্দুল মজিদ, গণিপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, বড় বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, কাচারী কোয়ালীপাড়া ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, বিএনপি নেত্রী অধ্যাপক রিনা ইসলাম, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোশারফ হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল হোসেন, মাড়িয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যোগীপাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোহিদুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাহাবুর রহমান, ছাত্র প্রতিনিধি শামীম আহমেদ, গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়রম্যানবৃন্দ, বিভিছন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।