
হেলাল উদ্দিন,বাগমারা : রাজশাহীর বাগমারায় আ’লীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান ঘিরে টান টান উত্তেজনার পরিবেশে সৃষ্টি হয়। বিশৃংখলা এড়াতে পুলিশ মোতায়েন ছিল উভয় মঞ্চের মধ্য ভাগে। শনিবার (১জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা পরিষদ এর শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা কাউন্সিলের আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কর্তৃক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপর দিকে মাত্র দুইশ গজ দুরত্বে উপজেলা চত্বরের জেলা পরিষদের ডাক বাংলা প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার স্ব-পক্ষের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দের ব্যানারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাছাকাছি দূরত্বের মধ্যে একই দলের পৃথক দুটি অনুষ্ঠান ঘিরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক সময় দু’পক্ষের মাঝে উত্তেজনামূলক শ্লোগান শুরু হয়। এ সময় পুলিশ উভয় পক্ষকে নিবৃত্ত...
Developed by BDITHOST