
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি প্রার্থী মীর ফারুক হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ:বার (২০ নভেম্বর) বিকেলে এনসিপি’র দলীয় কার্যালয় ভবানীগঞ্জ বাজারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা এনসিপি’র সমন্বয়ক আলী মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা এনসিপি’র (ভারপ্রাপ্ত) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি প্রার্থী মীর ফারুক হোসেন। রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু, জেলা এনসিপি’র সদস্য ইমরান হাসান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও আলামিন রহমান,এনসিপি’র সদস্য আকাশ, রবিউল ইসলাম প্রমুখ। বক্ততারা দেশসহ বাগমারার উন্নয়নের জন্য আসন্ন সংসদ নির্বাচনে এনসিপি’র মনোনীত প্রার্থী ফারুক হোসেনকে শাপলা কলি প্রতিকের ভোট...
Developed by BDITHOST