
হেলাল উদ্দীন, বাগমারা : বাগমারাবাসীর জন্য বিশাল সুখবর নিয়ে আসছে এনা প্রপার্টিজ। এই এনা প্রপার্টিজের কর্ণধার বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উপজেলার প্রাণ কেন্দ্র ভবানীগঞ্জ হেড কোয়ার্টারে একটি অত্যাধুনিক শপিং কমপ্লেক্র ভবানীগঞ্জ নিউমার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের মনোরম পরিবেশে ব্যবসা করার সুযোগ সৃষ্টি করেছেন। এবার তিনি সেই নিউমার্কেট সংলগ্ন ফকিরানী নদীর তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে সাত তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক এপার্টমেন্ট হাউজ ” এনা রিভার ভিউ নির্মাণের কার্যক্রম শুরু করেছেন। এই কার্যক্রমের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রকল্প এলাকায় একটি সুবিশাল সাইন বোর্ড টাঙ্গানো হয়েছে। এ সময় উপস্থিত থেকে সাইন বোর্ড উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেন এনা প্রপার্টিজের পার্চেজ এন্ড প্রকিউরমেন্ট শাখার জিএম ও সাংসদের ছোট ভাই মনিমুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান...
Developed by BDITHOST