
হেলাল উদ্দীন : রাজশাহীর বাগমারা উপজেলায় হঠাৎ করেই রবিবার সন্ধ্যায় তান্ডব চালায় কাল বৈশাখী ঝড়। এতে করে লন্ডভন্ড হয়ে পড়ে বিভিন্ন বাড়িঘর, ফসলের মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। অন্য সবার মতো এক মহুর্তের ঝড়ে উড়ে গেছে নরদাশ ইউনিয়নের হাট-মাধনগর আলিম মাদ্রাসার শ্রেণী কক্ষের চালা। ঝড়ের প্রচন্ড বেগে মাদ্রাসার শ্রেণী কক্ষের চালা এখন অন্যস্থানে। শ্রেণী কক্ষের চালা না থাকায় পাঠদান নিয়ে বিপাকে পড়েছে অধ্যক্ষ আব্দুর রশিদ। দ্রুত সময়ে মাদ্রাসার শ্রেণী কক্ষের চালা প্রতিস্থাপন বা মেরামত করা না হলে খোলা মাঠে পাঠদান করাতে হবে বলেও ধারণা করছেন শিক্ষকরা। খোঁজ নিয়ে জানা গেছে, হাট-মাধনগর আলিম মাদ্রাসায় বর্তমানে ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে। অনেক শিক্ষার্থী থাকায় পাঠদান নিয়ে সমস্যায় পড়তে হবে প্রতিষ্ঠানের শিক্ষকদের। নদীর পাশে মাদ্রাসাটির অবস্থান হওয়ায় প্রচন্ড ভাবে ঝড়ে আঘাত হানে। প্রচন্ড...
Developed by BDITHOST