
হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে হাঁস, গরু এবং ভেড়ার খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের হাতে হাঁস, গরু এবং পশুখাদ্য তুলে দেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার সকল জনগোষ্ঠীর। আপামর জনগণের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন ভাবনায় ব্যস্ত থাকেন। বিশেষ করে যারা সমাজের বোঝা তাদের ব্যাপারে একটু বেশি সচেতন। সে কারনে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে পৃথক দৃষ্টি দিয়েছেন। তাদের যেহেতু জায়গা জমি কম। তাই তাদের জন্য হাঁস, ভেড়া, এবং গরু সহ গৃহপালিত বিভিন্ন পশু বিনামূল্যে প্রদান...
Developed by BDITHOST