
হেলাল উদ্দীন,বাগমারা : দপ্তরে ঢুকে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করা ও সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার নেতৃত্ব দেওয়া রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডিএম শাফিকুল ইসলাম ওরফে শাফিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও উপজেলা খাদ্য কর্মকর্তা থানায় বিএনপি নেতা শাফিকুল ইসলাম ও ঘটনার সঙ্গে জড়িত থাকা তাঁর সমর্থকদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। ডিএম শাফিকুল ইসলাম উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানের ছোট ভাই। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগেরে প্রেক্ষিতে ডিএম শাফিকুল ইসলামকে আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও দলের সকল পর্যায়ের পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কারের...
Developed by BDITHOST