নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ২:২০। ২৪ অক্টোবর, ২০২৫।

বাগমারায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত

অক্টোবর ২৩, ২০২৫ ৯:২৫
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় খাদ্য বান্ধব কর্মসূচি (ফেয়ার প্রাইজের) লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়।

​উপজেলার ১৬টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির (ফেয়ার প্রাইজের) ডিলার নিয়োগের জন্য মোট ১২০টি আবেদন জমা পড়েছিল। স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে দুইজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

​সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির লক্ষ্যেই এই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।

লটারি কার্যক্রমে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার কাউসার আলী, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন, বড় বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন।

লটারি কার্যক্রমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনকৃত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।