নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১০:৫৬। ১০ মে, ২০২৫।

বাগমারায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

মে ১০, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম বিলকিস নাহার (২৬)৷ তিনি রাজশাহীর বাগমারা যোগিপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামের বজলুর রহমানের মেয়ে। পাশের গ্রাম কাতিলায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।শনিবার সকালে নানার বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি অবিবাহিত ছিলেন। পুলিশ বলেছে মানসিক দুশ্চিন্তা থেকে মেয়েটি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলকিস নাহার দীর্ঘদিন থেকে নানার বাড়িতে বসবাস করছিলেন। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর রাজশাহীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগপ মাস্টার্সে ভর্তি হন। তবে তিনি নানার বাড়িতেই অবস্থান করতেন। গতকাল শুক্রবার গভীর রাতে ঘর থেকে বেরিয়ে বারান্দার বাঁশের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে জানানো হয়।

একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার বিলকিস নাহার বাবার বাড়িতে যান। পরে তিনি নানার বাড়িতে ফিরে এসে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল করিম বলেন, বিলকিস নাহার মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জরায়ু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এছাড়াও তার বিয়ে না হওয়াতে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এসব অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই ছাত্রীর বাড়ি থেকে চিকিৎসকের কিছু ব্যবস্থাপত্র উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।