নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৬:২৭। ১৪ মে, ২০২৫।

বাগমারায় গোয়ালঘরের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে অঙ্গার

মে ১৪, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুর রহমান মনি, বাগমারা : রাজশাহীর বাগমারায় গোয়ালঘরের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে অঙ্গার হয়ে গেছে। মঙ্গলবার ১৩ মে, দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত: তরিকুল্লাহর ছেলে আহমেদ আলী এবং আ: হমিদের ছেলে মো: মিঠুর বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কৃষকের গরু, ছাগল, হাঁস মুরগিসহ অন্যান্য সামগ্রী।

স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রতি দিনের ন্যায় তাঁরা তাদের বাড়ীর পাশের আলাদা দুটি গোয়াল ঘরে ৮ টি গরু, ৪টি ছাগল ও কিছু হাঁস-মুরগি রেখে সবাই ঘুমিয়ে পড়েন।গভীর রাতে গরু- ছাগলের চিৎকার ও ছট ফটানির শব্দে ঘুম ভাঙ্গে সবার।

আরও পড়ুনঃ  রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘর দুটিতে দাঊ দাঊ করে জ্বলছে আগুন।স্থানীয়দের ধারণা মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়ির মর্টার চালু করে অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে ৪ টি গরু ১টি ছাগল, হাঁস-মুরগিসহ পুড়ে অঙ্গার হয়ে যায় সবকিছু। আগুনে দগ্ধ হয়েছে আরো ৪ টি গরু ও তিনটি ছাগল। গোয়াল ঘরের আর কিছু অবশিষ্ট নেই পোড়ার।

আরও পড়ুনঃ  কোথায় আত্মগোপনে ছিলেন মমতাজ, যা জানা গেল

বর্তমানে তারা সর্বস্বান্ত হয়ে আহাজারি করছেন। এ ঘটনায় অন্তত ৮ থেকে ৯ লক্ষাধিক টাকার ও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর দাবি, তাঁরা মূলত গরিব এবং অসহায় কৃষক। গরু লালন পালন করেই সংসার চালাত। কিন্তু গত রাতের আগুনে তাঁরা সর্বস্ব হারিয়ে ফেলেছে। তাই সরকারি আর্থিক অনুদান অথবা সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের সহযোগিতায় পারে তাদের ভবিষ্যত গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে।

আরও পড়ুনঃ  ফরিদপুরের ইসমাইল হত্যার আসামি রাজশাহীতে গ্রেফতার

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক জানান, আমি ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অগ্নিকান্ডের সূত্রপাত মূলত কিভাবে হয়েছে তা স্পষ্ট নয়। ঘটনাটি পরিকল্পিত কিনা অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে সেটির ব্যবস্থা গ্রহণ করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।