নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৭:৪৭। ২১ মে, ২০২৫।

বাগমারায় গ্রাম আদালত বিষয়ক সপ্তাহব্যাপি প্রশিক্ষন শুরু

মে ২১, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : বাগমারায় গ্রাম আদালত বিষয়ক সপ্তাহব্যাপি প্রশিক্ষন কর্মশালা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। ভিডিও কলের মাধ্যমে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন পরিচালক স্থানীয় সরকার রাজশাহী (ডিএলজি) পারভেজ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) মেহেদী হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো স্যোলাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও) সমন্ময়কারী নারায়ন চন্দ্র অধিকারী, রবিউল করিম।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে ২১ জনের মৃত্যু, হাজার হাজার ঘর ক্ষতিগ্রস্ত

সপ্তাহব্যাপি এই প্রশিক্ষন কর্মশালায় বাগমারার ১৬ টি ইউনিয়েন মোট ১৯২ জন ইউপি সদস্য অংশ গ্রহন করবেন। মোট চারটি গ্রুপে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হবে। ২১ মে ২০২৫ থেকে ২২মে ২০২৫ পর্যন্ত দুইট ব্যাচে ৪৮ জন, ২৩ মে২০২৫ হতে ২৪মে ২০২৫ পর্যন্ত দুইটি ব্যাচে ৪৮ জন, ২৫মে ২০২৫ হতে ২৬ মে ২০২৫ পর্যন্ত দুইটি ব্যাচে ৪৮ জন এবং ২৭ মে ২০২৫ হতে ২৮ মে ২০২৫ পর্যন্ত দুইটি ব্যাচে ৪৮ জন ইউপি সদস্য প্রশিক্ষনে অংশ নিবেন।

আরও পড়ুনঃ  নাচোল বিএমডিএর খাল খনন কাজে ব্যপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গ্রাম আদালতকে শক্তিশালিকরন, জবাবদিহীতা নিশ্চিত করন, গ্রামআদালতের সেবা সাধারন মানুষের দোড়গৌড়ায় পৌছে দেওয়া সহ গ্রাম আদালত গঠনের সার্বিক দিক নির্দেশনা, সকল দ্বন্দ্ব নিরসনে কার্যকরি ভুমিকা রাখার কৌশল বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।