নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ১২:৫৭। ২৬ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বাগমারায় ঘোষণা ছাড়াই মহিলা দলের কমিটি গঠন নিয়ে এক পক্ষের সংবাদ সম্মেলন

জুলাই ২৫, ২০২৫ ৪:৩১
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া মূল ধারার নেতা- কর্মীদের বাদ দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা এবং ভবানীগঞ্জ পৌরসভা শাখার কমিটি গঠনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দলের উপজেলা শাখার সাবেক সভানেত্রী রিনা ইসলাম এসব অভিযোগ করেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জেলা সভানেত্রীকে দায়ি করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কমিটি গঠনের জন্য শুক্রবার বিকেলে দেউলা রাণীরিভার স্কুল মাঠে এই কর্মীসভা আয়োজন করা হয়েছে। দলের মূলধারার কর্মী হিসেবে দাবিদার কর্মীদের বলা হয়নি বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে রিনা ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে হুমকি, নির্যাতন ও ভয়ভীতি উপেক্ষা করে সংগঠনকে শক্তিশালী এবং সংগঠিত করার জন্য কাজ করে আসছেন। এছাড়াও নয় বছর ধরে মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের সব ধরনের কর্মসূচি পালন করে আসছেন। বিএনপির সব ধরনের কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন। তবে গত ৫ আগস্টের পর থেকে সংগঠনে কিছু অতিথি পাখির আগমন ঘটে। যাদের দীর্ঘ ১৬-১৭ বছর ধরে দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি, দলের কর্মীরাও তাঁদের চেনেন না। তাঁর বা দলের মূল ধারার নেতা- নেত্রীর না জানিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে বলে শুনেছেন। তিনি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২৪জুলাই) রাতে রাজশাহী শহরে বসে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শুনেছেন। ওই কমিটিতে এক বিএনপি নেতার আস্থাভাজন হিসেবে পরিচিত নিহার বানুকে সভানেত্রী ও রুপালি খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে কর্মী সভার মাধ্যমে গোপনে গঠন করা পকেট কমিটির নাম ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ৬২ বছর পর অবসরে যাচ্ছে ভারতের মিগ-২১ যুদ্ধবিমান

সম্মেলনে উপস্থিত ভবানীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, তাঁকেও সভার বিষয়ে কিছুই জানানো হয়নি। বিএনপির উপজেলার এক নেতার আস্থাভাজন না হওয়াতে তাঁদের বাদ দিয়ে কমিটি গঠন করা হবে।

আরও পড়ুনঃ  ডিগ্রিতে দেশসেরা বাগমারার শামীমাকে জামায়াতের সংবর্ধনা

সম্মেলনে দাবি জানানো হয়, পকেট কমিটি গঠন না করে কমপক্ষে সাতদিন আগে ঘোষণা দিয়ে গণতান্ত্রিক ভাবে কমিটি গঠন করা হোক। মূল ধারার নেতা কর্মীদের বাদ দিয়ে কর্মী সভা করলে তা মানা হবে না বলে ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে রিনা ইসলাম জানান, এর আগে একাধিক বার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও জেলা সভানেত্রী সাড়া দেননি। বিভিন্ন বাহানা দিয়ে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার সভানেত্রী শামসাদ বেগুম মিতালি মুঠোফোনে আগের দিন কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকার কারণে কর্মীসভার মাধ্যমে কমিটি গঠন করা হবে। তিনি দাবি করেন, বাগমারা উপজেলা এবং ভবানীগঞ্জ পৌরসভায় দলের কোনো কমিটি নাই। রিনা ইসলামকে কর্মী সভার কথা জানানোর কথা বলে জানান। তিনি বিএনপির কোনো নেতার চাপে বা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে কমিটি গঠনের জন্য কর্মী সভা ডাকা হয়েছে কি না তা বলেননি। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন।

আরও পড়ুনঃ  আজ রাতে ঢাকা এসে পৌঁছাবে সিঙ্গাপুরের চিকিৎসকদল: স্বাস্থ্য অধিদপ্তর

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী শাহিনা আক্তার, ডলি খাতুন, আকলিমা খাতুন, কমেলা বিবি, মিতা খাতুন প্রমুখ।

এদিকে নিহার বানু নামের সম্ভাব্য এক নেত্রী জানান, আমি আগে কোন কমিটিতে ছিলাম না। আগে যেহেতু কমিটি ছিল না তাই কোন পদে থাকা হয়নি। নতুন করে কমেটি হলে পদ পেতে পারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।