হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে চার দিন ব্যাপি বই মেলা, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া, তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর আলিম বাবু, অধ্যাপক ওহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ভবানীগঞ্জ সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামী ১০ আগষ্ট পর্যন্ত চলবে ভ্রাম্যমান বইমেলা।ওই দিন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভ্রাম্যমান বইমেলার আয়োজনে সহযোগী ছিলেন মিটলাইফ ফাউন্ডেশন।