হেলাল উদ্দীন, বাগমারা : 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির সূচনালগ্নে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিসংখ্যান অফিসার কাউসার আলীর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের...
Developed by BDITHOST