
হেলাল উদ্দীন, বাগমারা : "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সপ্তাহব্যাপি অনুষ্ঠান। রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সালেক উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষী, হ্যাসারী মালিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ গত ১৮ আগস্ট জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছিল।
Developed by BDITHOST