
হেলাল উদ্দীন, বাগমারা : বাগমারায় জামায়াতের উদ্যোগে যুব ও খেলোয়াড়দের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ শিশু শিল্পকলা একাডেমীর চত্বরে অনুষ্ঠিত যুব ও খেলোয়াড় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মইনুল হোসেন শেখ। বাগমারা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন, জামায়াতের রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এফ এম ইসমাইল আলম আল-হাসানী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা নায়েবে আমীর মাষ্টার আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আমীর আশিকুর রহমান আশিক,...
Developed by BDITHOST