হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল বারী।
রবিবার বিকেলে উপজেলার বড় বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ী বাজারসহ বেশ কিছু স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করেন তিনি।
বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে কয়েক’শ মোটরসাইকেলের এক শোডাউনের মাধ্যমে বাঘাবাড়ি বাজারে উপস্থিত হন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুল বারী।
বাঘাবাড়ি বাজারের স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য দোয়া ও সমর্থন চান ডাক্তার আব্দুল বারী।
গনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম , তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, বড় বিহানালী ইউনিয়নের আমীর আলহাজ্ব সৈয়দ আলী মোল্লা, সেক্রেটারি ইখলাস উদ্দিন, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, বাগমারা উপজেলা (পূর্ব) ছাত্রশিবিরের সভাপতি এইচএম শফিকুল ইসলাম খান সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।